Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে
শন তারিখ : 2019-01-05

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সদর দপ্তর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

খিলগাঁও, ঢাকা

 

(প্রেস বিজ্ঞপ্তি)

ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩৯তম জাতীয় সমাবেশ-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠান

আজ ০৫ জানুয়ারী ২০১৯ সকাল ০৯.৩০ ঘটিকায় বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ-২০১৯ এর উদ্বোধন করা হয়। মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন এবং উদ্বোধনী বক্তব্য রাখেন। এছাড়া এ উপলক্ষে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। উক্ত অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিম ইকবাল, এনডিসি, সকল উপ-মহাপরিচালক, রেঞ্জ পরিচালকসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সারাদেশ থেকে আগত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ব্যাটালিয়ন আনসার ও সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাটালিয়ন আনসার ও সমাবেশে অংশগ্রহণকারী সকল সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি ৩৯ তম জাতীয় সমাবেশের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় মহাপরিচালক অংশগ্রহণকারী সকল কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন এবং জাতীয় সমাবেশের সার্বিক কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল জেলা কার্যালয়ে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ-২০১৯ এর উদ্বোধন উপলক্ষে বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও সদস্যগণ বিভিন্ন কর্মসূচি পালন করেন। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় লক্ষাধিক ভিডিপি নারী সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।